ভারতীয় ক্রিকেট টিম এবং রিচার্ড কেটেলবরো: এক অভিশপ্ত সম্পর্ক?

 ভারতীয় ক্রিকেট টিমের সাথে ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরোর একটা অবিশ্বাস্য সম্পর্ক রয়েছে। তবে সেই সম্পর্ক মধুর নয়, তেতো সম্পর্ক। অনেক ভারতীয় মনে করেন, নকআউট পর্বে ভারত বিদায় নেয়ার পিছনে এই আম্পায়ার অপয়া হিসেবে কাজ করে। এজন্য প্রায় সকল ভারতীয় ক্রিকেট ভক্ত তাঁকে ‘অপয়া’ বলে অভিহিত করে। তাদের দাবী এই আম্পায়ার ম্যাচে আম্পায়ার হিসেবে থাকলে সেই ম্যাচে ভারত জিতে উঠতে পারেনা।

এই দেখুন এই বিশ্বকাপে কী দারুন ফর্মে ছিলো ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি। কিন্তু আম্পায়ার সেই কেটেলবরো। যার কারনে এত কারনে পুরো টুর্নামেন্ট এতো ভালো করেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভরা ডুবি। কেটেলবরো এর সাথে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক ২০১৪ সাল থেকে। একনজরে দেখে আসি সেই সম্পর্কের দৃশ্যপট।

ঘটনার ধারাবাহিকতা:

  • ২০১৪: টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে ভারতের পরাজয়। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০১৫: বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০১৬: টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০১৭: চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০১৯: বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০২১: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০২৩: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।
  • ২০২৩: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার। আম্পায়ার ছিলেন কেটেলবরো।

ভারতীয় সমর্থকদের মতামত:

অনেক ভারতীয় ক্রিকেট ভক্ত মনে করেন, কেটেলবরোর আম্পায়ারিং ভারতের হারের জন্য দায়ী। তারা কেটেলবরোকে 'অপয়া' বলে অভিহিত করে থাকেন।

বিতর্কের বিষয়:

  • কেটেলবরো কি সত্যিই ভারতের বিপক্ষে পক্ষপাতদুষ্ট?
  • নাকি এটি কেবলমাত্র দুর্ভাগ্যের এক অদ্ভুত ধারা?
  • কেটেলবরোর বিরুদ্ধে অভিযোগগুলোর প্রমাণ কী?

Post a Comment

0 Comments