পৃথিবীর কিছু হাইওয়ে পিচ সম্পর্কে চলুন একটু জানা যাক

 পাকিস্তানের ব্যাটিং পিচ নিয়ে প্রায়ই অনেককে টিটকারি মারতে এবং ট্রল করতে দেখা যায়। রোড পিচ হাইওয়ে পিচ বলে মানুষ যেভাবে গলা ফাটায় মনে হয় এক পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোথাও ব্যাটিং উইকেট নেই। কিন্তু আসলেই কি নেই? চলুন একটু জানা যাক পৃথিবীর কিছু হাইওয়ে পিচ সম্পর্কে!

🔹চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-২০ সিরিজে ৩ ম্যাচের ৬ ইনিংসের মধ্যে ২০০+ রান হয়েছে ৫ বার এবং বাকি ১টি ইনিংসে হয়েছে ১৮৩ রান!
🔹এবছর জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ৩ ম্যাচের ২টি ম্যাচে ২০০+ রান করেছে নিউজিল্যান্ড এবং অপর ম্যাচে করেছিলো ১৯৪ রান! সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম টি-২০ তে নিউজিল্যান্ডের দেয়া ২১৫ রান চেজ করে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
🔹কদিন আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-২০ সিরিজে ২০০ পেরুলো ৩ বার, তারমধ্যে ত্রিনিদাদে অনুষ্ঠিত হওয়া চতুর্থ টি-২০তে ইংল্যান্ড করলো ২০ ওভারে ২৬৭ রান! গ্রেনাডায় অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-২০তে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২২২ রান তাড়া করে ৭ উইকেটে জিতে গেল ইংল্যান্ড!
🔹২০২৩ সালের IPL-এ ২০০+ রান হয়েছিলো IPL ইতিহাসের সর্বোচ্চ ৩৭ বার যা অন্য যেকোনো সিজনের IPL থেকে দ্বিগুণের বেশি ছিলো। আরও আশ্চর্যের বিষয় হলো ১৬ বার ম্যাচের মোট রান ৪০০ ছাড়িয়ে গেছে। উভয় দলই ২০০+ রান করেছে ১২টি ম্যাচে! এছাড়াও ২০২৩ আইপিএলে ১৯০+ রান হয়েছে ১২ বার এবং ১৮০+ রান হয়েছে ২৫ বার।
🔹ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপে ৪০০ রান হয়েছে অলমোস্ট ৫ বার (৩টা ৪০০ এবং ২টা ৩৯৯), ৩৯০+ রান হয়েছে ৩ বার, ৩৫০+ রান হয়েছে ৭ বার এবং ৩০০+ ১৩ বার।
⭕ ব্যাটিং স্বর্গ এসব উইকেটগুলোও তো তাদের কথা অনুযায়ী হাইওয়ে পিচ! কিন্তু এসব নিয়ে কাউকে কখনো টিটকারি মারতে কিংবা ট্রল করতে দেখা যায় না। এসব পিচে টি-২০তে ২০০+ এবং ওয়ানডেতে ৪০০+ রান করলেও বাহবা কুড়ায় ব্যাটসম্যানরা। যত দোষ পাকিস্তানের! যেন রাওয়ালপিন্ডি, লাহোর এবং করাচী ছাড়া পৃথিবীর অন্য কোথাও ব্যাটিং স্বর্গ হাইওয়ে পিচ নেই!

Post a Comment

0 Comments